প্রলাপ!

লিখেছেন লিখেছেন পথিক আসলান ১৫ মার্চ, ২০১৩, ১২:৩৩:০১ দুপুর

খুব জ্বর এসেছে আমার। এক ধরনের ঘোর লাগা কাজ করছে। আগে খুব ছোট বেলায় যখন জ্বর আসতো। তখন এক ধরনের ভীতি কাজ করত। মনে হয় এবার আর কেউ বাঁচাতে পারবে না। আত্মবিশ্বাস কমে এক দারুন ভয় গ্রাস করত আমায়। আর এখনও তার খুব বেশি ব্যতিক্রম হয় না। তবে এখন ঘোর লাগায় দেখি কিছু পুরনো ঘটনা নতুন করে। কিছু না পাওয়া জিনিস ফিরে পেতে ইচ্ছে হয় আর একটি সময়ে যেখান থেকে আমার আর আসতে হবে না। আমি ক্ষমা প্রাপ্তিতে বিশ্বাসী বলে এখন আ...র মৃত্যু আমায় ভীত করে না। কিছু কথা মনে পড়ছে এখন! বাবা বলতেন "তারেক বাস্তববাদী হরে বাবা" । পৃথিবীতে সবচেয়ে যে মানুষটার জন্য টান অনুভব করেছিলাম, সে বলেছিল " তারেক স্বপ্ন ছেড়ে বাস্তবে আসো।" আসলে বাস্তবতা কি ? এই নশ্বর পৃথিবীর পেছনে ছোটা, যা কাউকে বেশি দিন মায়ার বাঁধনে রাখতে পারেনা। আমি সত্যি তোমাদের হতাশ করেছি। আমি পারিনি তোমাদের মত হতে। আমার চোখ পানিতে ভিজে গেছে। কি হবে শত বছর বেঁচে, যেখানে আমি সত্যিকারের মানুষ হয়ে বেঁচে থাকতে পারবোনা। এই সময়ে কত জন পাওয়া যায় যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। নাহ!.........। আমার প্রিয়জন ও বন্ধুরা! যদি সত্যি এই পৃথিবীকে আঁকড়ে ধরে , সত্যিকারের কিছু হারাতে হয় তাহলে আমি আমার ৩০ ও দেখতে চাই না!

বিষয়: বিবিধ

১০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File