বিপন্ন স্বাধীনতা (কবিতা)

লিখেছেন লিখেছেন আল আমীন ২১ মার্চ, ২০১৩, ১২:৪১:৫৬ রাত

স্বাধীনতা,

তুমি কোন পরাধীনতার জালে বন্দী?

স্বাধীন বাংলার গর্বিত সন্তানেরা কেন তোমায় প্রতারনা করে ?

স্বাধীনতা,

তুমি স্বাধীন নও কেন?

তোমাকে আস্টে পিষ্ঠে বেঁধেছে যারা - -

তাদের বিরূদ্ধে তুমি প্রতিবাদ করো না কেন?

স্বাধীনতা,

তুমি তো চেয়েছিলে স্বাধীন - -

নিরীহ শিশুর, নিরীহ মায়ের, বৃদ্ধ পিতার।

স্বাধীনতা,

তুমি তো ধুঁকে ধুঁকে মরছ ।

কেন তুমি আজ বাংলা ছেড়ে- -

বিশ্ব দুয়ারে হত দরিদ্র ?

তোমার স্বাধীন যুবক, স্বাধীন পিতা, স্বাধীর মাতা-

আজ তোমার কোলে ঠাঁই পাই না কেন, স্বাধীনতা ?

স্বাধীনতা,

তোমার কি কিছু বলার নেই?

তুমি কেন অথর্ব, অচল?

কেন আজ তোমার এই দীনতা- হীনতা, স্বাধীনতা?

স্বাধীনতা,

তুমি এসেছিলে একটি স্বপ্ন নিয়ে দেশ গড়ার জাতীকে গড়ার,

বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার ।

তুমি কেন আজ ভিত্তিহীন,দূর্বল; পড়ো বিল্ডিং এর মত?

স্বাধীনতা,

কেন তুমি আজ গজরে উঠো না ?

কেন তুমি আবার বাঙালীর প্রাণে নবচেতনা জ্ঞাপন করো না ?

কেন তুমি কারারূদ্ধ কয়েদীর মত বন্দী,

কেন তুমি কবির কলমের আগায় ভাসো না,

কেন আজ তুমি আজ রাজনীতি গুরূদের মগজের পাপ?

স্বাধীনতা,

তুমি কি দেশ ছেড়ে পালিয়েছ,

অভিমানে বঙ্গোপসাগরে আত্নহননে নেমেছ ?

স্বাধীনতা, বাংলার মানুষ তোমার সাথে কি এত প্রতারনা করেছে?

তুমি ফিরে এসো ।

ফিরে এসো তুমি বাঙালীর হৃদয়ে !

রক্তিম সূর্যের সেই লাল আভা স্বপন নিয়ে

নষ্ট-ভ্রষ্ট-এ জাতীকে আবার স্বপ্ন দেখাও;

স্বপ্ন দেখাও এক হবার, সুন্দর দেশ গড়ার- -

যা থাকবে চীরদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে,

দুর্নিতীর করাল গ্রাসে যা কখনও ম্লান হবে না।

লেখকঃ অষ্ট্রেলিয়া প্রবাসী

বিষয়: সাহিত্য

১৫০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File