বন্ধু প্রতিবেশী (কবিতা)
লিখেছেন লিখেছেন আল আমীন ২০ মার্চ, ২০১৩, ০৩:৫১:২৭ দুপুর
বন্ধু প্রতিবেশী,
আমি বাংলাদেশী।
বিপদে তুমি বন্ধু ছিলে সে'দিন,
কোন খারাপ আবেদন লক্ষ্য করিনি।
অনেক কৃতজ্ঞতা জানিয়েছি তোমায়।
সাহায্যের বদলাও কম দেইনি।
বিয়াল্লিশ বছর হতে চলল।
সাগরে বানিজ্য দিলাম,
প্রাচীরের দরজা টুয়েন্টি ফোর খোলা ছিল ।
নিজে ইলিশ না খেয়ে দিয়েছি তোমাই,
সন্তানদেরকেও বঞ্চিত করেছি ;
তোমাকে কৃতজ্ঞতা জানাতে, খুশী করতে।
ও বাবা? কি সাংঘাতিক !
এ তো দেখছি ফুল পাপড়ীর আড়ালে লুকায়িত বিষাক্ত সাপ;
এ যে দেখি আমার সর্বস্ব চায় !!
বিষয়: সাহিত্য
১৩৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন