ওরা যে কেমন করে পারে? (কবিতা)

লিখেছেন লিখেছেন আল আমীন ২০ মার্চ, ২০১৩, ০৬:১০:১৯ সকাল

আমার ইচ্ছে হইনা রাজনীতি করার,

ইচ্ছে হইনা; লাখো জনতার জনসভাই মিথ্যাকে হত্যা করে -

বিরোধী শক্তিকে দমন করার।

ইচ্ছে হইনা; প্রতিপক্ষকে গালিগালাচ করে চুল-জট-ফাঁসি দিয়ে-

দুধে ধুঁয়া তুলসী পাতা সাজবার।

ইচ্ছে হইনা;জনগণকে ঝাল-মুড়ির টিনে বন্দী করে-

চানাচুরের দরে বিক্রী করবার।

আমার ইচ্ছে হইনা সংসদে নির্লজ্জের মত মিথ্যা আউড়িয়ে -

কুলাঙ্গার নেতা হবার।

ইচ্ছে হইনা; হত দরিদ্রের ঘাম ঝরানো হালাল উপার্জনে -

হারাম ভাগ বসাবার।

ইচ্ছে হইনা; সুন্দরী মেয়ের স্কুল গমনে -

লেলিহান দৃষ্টিতে তাকাবার, ধর্ষণের ষড়যন্ত্র আটবার।

ইচ্ছে হইনা; কাস্টমার সার্ভিসের নামে হইরানি করে -

ড্রয়ার ভর্তি ঘুষ নেবার।

আরও কত কিছু ইচ্ছে হইনা,

কিন্তু বলতে শরম পাই।

জানিনা ওরা কেমন করে পারে !

ওরা পারে, কারন - ওরা তো স্বাধীনতার জন্মদাতা।

বিরাট ব্যাপার!! দেশটা তো ওদের!!

আমি পারিনা; কারন,

আমি তো স্বাধীনতা পূর্ব জন্মাইনি, যুদ্ধে অংশও নিইনি।

স্বাধীনতা আনয়নের খলনায়ক হলে আমিও আজ স্বাধীন হতাম-

লুটেপুটে খাবার, ধর্ষক হবার, জুলুম করার।

বিষয়: সাহিত্য

১২৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File