শকুন সন্তান (কবিতা)
লিখেছেন লিখেছেন আল আমীন ১৯ মার্চ, ২০১৩, ১১:৩০:৫১ সকাল
ষাটোর্ধ বুড়ি বলছি -
ক্ষমতায় কে থাকবা আমি জানি না,
দেশ কিভাবে চালাবা আমি জানি না।
আমার অধিকার চাই, স্বাধীনতা চাই।
সংখ্যা লঘু বলে মুক্তি যুদ্ধে নির্যাতিত হয়েছি,
ঘর হারিয়েছি, স্বামী গেছে কর্তন ।
হানাদার - সহযোগীদের হামলার নেশার শিকার ছিল ছোট্ট শিশুটিও।
আর নিজের কথা ?
বলতে লজ্জা পায়।
কিন্তু আজ মান গেলেও উগরে দিতে চায় সে ক্ষোভ।
একাত্তরে বহু হিন্দু বন্ধু আমাকে ভারত নিতে চেয়েছিল;
বলেছিল থাকিসনে হেথায়, অত্যাচারীত হবি।
তবু জন্মভূমি ছাড়লাম না।
নয় মাসের কোন এক কাল রাতে আমি সতী - সম্ভ্রম হারালাম;
রেপিস্টদের আনন্দ মাতনে আমি নির্বাক,
ফিরে ফিরে মনে হল ভারতগামী বন্ধুদের আহবান।
না, যাবো না। যাবো না তোমাকে ছেড়ে মা।
আমার সকল কষ্ট, সকল গ্লানির মাঝেও যদি তোমার বিজয় আসে,
আমি সেটাই চেয়েছিলাম।
সব দুঃখের জলাঞ্জলি হবে তোমার স্বাধীনতা সুখে;
সে প্রত্যাশাই আজ বিয়াল্লিশ বছর!
স্বাধীনতার সুখ?
প্রিয় দেশ তুমি নিজেই তো সুখহীন,
আমাকে কি দেবে ?
তোমার চোর নেতাদের খাবলের মাঝে
তোমার বীরের কম্বলটিও জোটেনি-
আমিতো ভিক্ষুক এক দেশ প্রেমিক মাত্র।
তোমার চেয়ে তোমার শকুন সন্তানের শক্তি বেশী,
বিয়াল্লিশ বছরের প্রায় সব নেতারাই হারামখোর শকুন।
রাত কাটাবার বিশ্রামস্থল টুকুও আজ দলবদলের
ক্ষমতা দখলে ম্লান।
আর আমার ভোটার আই ডি ?
ও টা নাকি মিলবে শ্মশান ঘাটে চিতার আগুনে!
আল-আমীন (১৩।০৩।২০১৩ ইং মেলবোর্ন, অস্ট্রেলিয়া ) ক্ষমতায় কে থাকবা আমি জানি না,
দেশ কিভাবে চালাবা আমি জানি না।
আমার অধিকার চাই, স্বাধীনতা চাই।
সংখ্যা লঘু বলে মুক্তি যুদ্ধে নির্যাতিত হয়েছি,
ঘর হারিয়েছি, স্বামী গেছে কর্তন ।
হানাদার - সহযোগীদের হামলার নেশার শিকার ছিল ছোট্ট শিশুটিও।
আর নিজের কথা ?
বলতে লজ্জা পায়।
কিন্তু আজ মান গেলেও উগরে দিতে চায় সে ক্ষোভ।
একাত্তরে বহু হিন্দু বন্ধু আমাকে ভারত নিতে চেয়েছিল;
বলেছিল থাকিসনে হেথায়, অত্যাচারীত হবি।
তবু জন্মভূমি ছাড়লাম না।
নয় মাসের কোন এক কাল রাতে আমি সতী - সম্ভ্রম হারালাম;
রেপিস্টদের আনন্দ মাতনে আমি নির্বাক,
ফিরে ফিরে মনে হল ভারতগামী বন্ধুদের আহবান।
না, যাবো না। যাবো না তোমাকে ছেড়ে মা।
আমার সকল কষ্ট, সকল গ্লানির মাঝেও যদি তোমার বিজয় আসে,
আমি সেটাই চেয়েছিলাম।
সব দুঃখের জলাঞ্জলি হবে তোমার স্বাধীনতা সুখে;
সে প্রত্যাশাই আজ বিয়াল্লিশ বছর!
স্বাধীনতার সুখ?
প্রিয় দেশ তুমি নিজেই তো সুখহীন,
আমাকে কি দেবে ?
তোমার চোর নেতাদের খাবলের মাঝে
তোমার বীরের কম্বলটিও জোটেনি-
আমিতো ভিক্ষুক এক দেশ প্রেমিক মাত্র।
তোমার চেয়ে তোমার শকুন সন্তানের শক্তি বেশী,
বিয়াল্লিশ বছরের প্রায় সব নেতারাই হারামখোর শকুন।
রাত কাটাবার বিশ্রামস্থল টুকুও আজ দলবদলের
ক্ষমতা দখলে ম্লান।
আর আমার ভোটার আই ডি ?
ও টা নাকি মিলবে শ্মশান ঘাটে চিতার আগুনে!
আল-আমীন (১৩।০৩।২০১৩ ইং মেলবোর্ন, অস্ট্রেলিয়া )
বিষয়: সাহিত্য
১৮০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন