স্বাধীনতা তোমাকে পেতে,

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৬ মার্চ, ২০১৩, ০৫:০২:৩৮ সকাল

স্বাধীনতা তোমাকে পেতে,

ভাসতে হয়েছে আমাদের রক্তের

পদ্মা,মেঘনা আর যমুনায়

দেখতে হয়েছে জল্লাদের উৎসব

স্বজনদের বীভৎস রক্তাক্ত শবদেহ পাশে।

স্বাধীনতা তোমাকে পেতে,

কুড়ি বছরের জরিনা সফেদ শাড়ীতে

নিমিষেই হয়ে গেল বুড়ি,

বাসর রাতের অপেক্ষায় নন্দিনী

কাটিয়ে দিল পঁয়ত্রিশ বছর।

স্বাধীনতা তোমাকে পেতে,

নগরের বুকে ভূমিকম্প শুরু হলো

শান্ত গ্রামে নেমে এলো দানবের চিৎকার

রক্তপিপাসু হায়েনাদের মতো হুংকার দিতে দিতে।

স্বাধীনতা তোমাকে পেতে,

ছাত্রাবাস, বিশ্ববিদ্যালয়,হাসপাতাল,

বিজ্ঞানাগারের ইটের গাঁথুনি ঝরে পড়ে মেরুদন্ডহীনতায় মরুভূমি হয় আমাদের পুরার্কীতি ।

স্বাধীনতা তোমাকে পেতে,

পুত্র শোকে আমিনা খাতুনের অশ্রুতে

ভাসিয়ে নিয়ে যায় পদ্মার বালুচর,

প্রতিনিয়ত রহিমুদ্দিন থালা হাতে ঘুরে বেড়ায় ইষ্টিশনে।

স্বাধীনতা তোমাকে পেতে,

কারখানার শ্রমিক কলিম উদ্দিন,

লাঙ্গল-জোয়াল কাঁধে প্রতিদিনের

ভোরের মাঠের কৃষক রহমত আলী,

পদ্মানদীর মাঝি রসুল মিয়া ,

জীবিকার তাগিদে ঢাকায় ছুটে আসা

রিক্সাচালক কদম আলী,

পাহাড়-জঙ্গল,গ্রাম-গঞ্জের সর্বত্রই ছুটে চলা রাইফেল সমেত অসংখ্য প্রদীপ্ত যুবক

যাদের চোখে স্বপ্ন ছিল নতুন পৃথিবী সৃষ্টির

পদচিহ্নে রচিত হতে চলা এক নতুন ইতিহাস

তাদের মৃত্যুর আলিঙ্গন প্রতিক্ষায় বিভোর ছিল

তোমাকে পেতে শুধুই তোমাকে পেতে।

বিষয়: বিবিধ

১০৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File