গোলাপ হয়ে ফুটো

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ৩০ ডিসেম্বর, ২০১৯, ১১:২০:৪৬ রাত



ফুলে ফুলে প্রজাপতি-

সুখনৃত্যে মেলেছে ডানা

উৎসারিত জন্মসুখ আজ

বাঁধ ভাঙতে নেই মানা।

;

অনন্ত হোক তোমার হাসি

সব দুঃখ শোক লুটো

সৌরভ বিলিয়ে দিতে

তুমি গোলাপ হয়ে ফুটো ।

;

স্বপ্ন স্নাত ভোরের আলো,

দু'চোখ মেলে দেখো

সৃষ্টির সেরা মানুষ তুমি

যেন এই পদছাপ রেখো ।

বিষয়: বিবিধ

৭৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File