কুরুক্ষেত্র
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৩ মার্চ, ২০১৩, ০৫:১৮:৫৮ সকাল
দেবতার আশীর্বাদ নিতে ব্যস্ত পূজারীরা
ক্ষৈত্রীয়দের বেঁচে থাকা অন্নের আহাজারীতে
নির্বাক দেবতাদের সামনে আহার্যের পাহাড়
তীর্থ ভ্রমণ কিংবা গঙ্গা স্নান পূজারীদের আরাধনা।
সামনে কুরুক্ষেত্র-
শুরু হলো পঞ্চপান্ডবের যুদ্ধ ভাইয়ের সাথে
অথচ সে জানে না,
শুরু হলো ঈশ্বরের সামনে শবযাত্রা শশ্নানপানে।
বৈষম্যের স্রষ্টা ঈশ্বর নিজেই
দেবতার সামনে শাস্ত্র পাঠে ব্যস্ত পুরোহিত
ঈশ্বর বিলীন হয়ে গেছেন কৃষ্ঞ যামীতে
পূজারীদের প্রশ্নবানে বিদ্ধ পুরোহিত
নির্বাক পুরোহিত নির্বাক দেবতা
তাহলে কি সত্যি ঈশ্বর-স্বর্গ-নরক সবই মিথ্যা ?
বিষয়: বিবিধ
১০৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন