রোহিঙ্গারা মানুষ নয়
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৪ নভেম্বর, ২০১৬, ০২:১২:৫২ রাত
কে বলছে মানুষ তোমরা ?
তোমরা মানুষ নয় ।
তোমরা তো রোহিঙ্গা ।
রোহিঙ্গা হলে মার খেতে হয় , মরতে হয় ,
জ্যান্ত দেহে পুড়তে হয় , রক্তাক্ত হয়ে ভাসতে হয়
সাগর-নদে কিংবা ডোবার জলে ।
.
রোহিঙ্গারা মানুষ নয় ।
তবে কি ভিনগ্রহের দানব হয় ?
রোহিঙ্গাদের ঘর থাকতে নেই , বাড়ী থাকতে নেই ,
রোহিঙ্গাদের কোন দেশ থাকতে নেই ।
রোহিঙ্গাদের অধিকার থাকতে নেই ,
হাত-পা থাকতে নেই , দেহে মাথা থাকতে নেই ,
চোখ থাকতে নেই , চোখে স্বপ্ন থাকতে নেই ।
.
রোহিঙ্গারা মানুষ নয় ।
তবে কি ভিনগ্রহের দানব হয় ?
রোহিঙ্গাদের ধর্ম নেই , মুখোশধারী ধার্মিকদের মত কর্ম নেই ।
রোহিঙ্গারা মুসলিম হলে- মুসলমানরা হাসবে কেন ?
মায়া কান্না কাঁদবে কেন ?
কান্না দেখে শয়তান আবার হাসবে কেন ?
রোহিঙ্গারা খৃষ্টান হলে- যীশুর দেহে শূল বিঁধিলে
তোমরা শূলে বাঁচবে কেন ?
রোহিঙ্গারা হিন্দু হলে- লাত-মানাতের তুষ্টি লাভে
জ্যান্ত দেহে বাঁচবে কেন ?
কিংবা ক্ষৈত্রিয় আর শূদ্র নামের দ্বন্দ্ব চুকে বাঁচবে কেন ?
রোহিঙ্গারা বৌদ্ধ হলে- “অহিংসা পরম ধর্ম”
বাঁচলে তোমরা মানুষ তা বুঝবে যেন ?
“জীব হত্যা মহাপাপ”
বাক্যটা মুখে নেয়া মহাপাপ ।
জীব হত্যা পূণ্য লাভ মানে হল নির্বাণ লাভ ।
রোহিঙ্গারা জীব হলে পুন্যারথিদের পথে কাঁটা হয়ে বাঁচবে কেন ?
.
রোহিঙ্গারা মানুষ নয় ।
তবে কি ভিনগ্রহের দানব হয় ?
রোহিঙ্গাদের ঘর নেই , দেশ নেই , অধিকার নেই ,
ধর্ম নেই । তবে কি রোহিঙ্গাদের ঈশ্বর আছে ?
হয়তো আছে ।
ক্ষত-বিক্ষত দেহ দেখে ,
রক্তাক্ত লাশ দেখে , সাগর-নদে ভাসতে দেখে
কিংবা পালিয়ে যাবার চেষ্টা দেখে
নগ্ন সুখে ঈশ্বর খুব সুখেই আছে ।
বিষয়: বিবিধ
১৩০০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো / অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন