একি কথা বললে হাসান মাহমুদ
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৬ অক্টোবর, ২০১৬, ০২:৫৭:০২ রাত
মদ্যপানে মাতাল হয়ে
গাঞ্জা খেয়ে বুদ ।
একি কথা বললে তুমি
হাসান মাহমুদ !
.
গারদের পাগলগুলো
কেমনে পালায় ?
গারদ ফেরত পাগলগুলো
দেশ চালায়।
.
ক্ষমতা এখন ভদ্র বেশি
পাগলের হাতে,
খুনীরা তাই সখ্য গড়ে
তাদের সাথে ।
বিষয়: বিবিধ
১৩৫৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন