ওমরানের কান্নাহীন চোখের প্রশ্ন
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২২ আগস্ট, ২০১৬, ০৩:০৭:০৯ রাত
নির্লিপ্ত বসে থাকা, ক্ষোভ আর ঘৃণা মিশ্রিত নির্বাক চাহনি,
মাথা থেকে শরীর বেয়ে বইছে রক্তস্রোত, ধুলোমাখা ধূসর শরীর,
ভীরু কিংবা ভীত নও তুমি, তোমার অবয়ব দিব্যি বলে দিচ্ছে তা ।
.
ক্ষমতার মোহাগ্নি সৃষ্ট প্রলয়, মানবতার ক্ষত মস্তিষ্কে নষ্ট রাজনীতি,
পাশবিকতার উম্নাদনা দর্শিত চোখ তোমার হতচকিত ।
.
পৃথিবীর সমস্ত তন্ত্রের লিখিত-অলিখিত নীতিমালার পাহাড়
ডুবে গেছে আরব কিংবা ভূমধ্যসাগরে , যেটুকু বাকী ছিল
তাও গহীন অরণ্যের হিংস্রের দখলে।
.
বোমার আঘাতে সভ্যতার ধ্বংসস্তুপে কেনই বা তুমি বেঁচে গেলে ?
যেখানে প্রতিদিনই তো মরছে তোমার মতো অসংখ্য ‘ওমরান’ কিংবা ‘আয়লান’ ।
আপন পরিচয়ে বেঁচে থাকার মোহে প্রতিদিন গাজায় মরছে
তোমার অসংখ্য খেলার সাথীরা । পাথর পায়ে লাশের উপর হেঁটে যাচ্ছে
কিংবা দেখছে পাথর হ্রদয়ে বিশ্ববিবেক । অথচ কি নির্বিকার তারা !
শুধুই প্রদর্শনীর ব্যস্ততা ।
.
কেউ জানেনা । তোমার নির্লিপ্ত বসে থাকা আর কান্নাহীন চোখের প্রশ্ন--
বিদ্বেষ বিভাজন ক্ষমতার মোহাগ্নি সৃষ্ট প্রলয় আর কত দীর্ঘ হবে???
আর জানলেও উত্তর অজানা ।
২১।০৮।২০১৬
বিষয়: বিবিধ
১৬১৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন