উড়ে যাচ্ছে স্বর্গীয় পাখীরা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১১ মে, ২০১৬, ০৪:০৪:০২ রাত
একে একে উড়ে যাচ্ছে স্বর্গীয় পাখীরা
পাখিহারা যাতনা কেমনে সয় সাথীরা।
হ্রদয়ে এত জ্বালা আর সয় না।।
'
খোদার বিধান পৃথিবীতে কায়েম করতে
প্রাণপণ লড়ে, প্রয়োজনে পারে মরতে।
তবুও বাতিলের কাছে নত হয়না ।।
‘
খোদার স্বর্গীয় নিয়ামত স্মরণ করে
হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পরে
তবুও বাতিলের কাছে নত হয়না।।
‘
এমন মৃত্যু স্বর্গীয় পাখিরাই চায়
তাগুতের আনন্দ দেখে বলি হায় !
পরকাল কেন তাদের স্মরণ হয়না।।
‘
স্বর্গীয় পাখিদের আর তুলে নিওনা
খোদা,জালিমদের আবকাশ দিওনা।
এবার ধরো ওদের। এত জ্বালা সয় না।।
10.05.2016
বিষয়: বিবিধ
১৪৫৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংলার মাটিতে তো ঠিকই নিজামীদের ঠাঁই হল । এরা যেহেতু পাকিস্তানের জন্য কাজ করেছিল আর পাকিস্তান এখনও এদের জন্য হাহাকার করে , তাই এদের লাশ পাকিস্তান হাই কমিশনে পাঠিয়ে দেওয়া উচিত । ওরাই এর যা যা করার করবে ।
যাদের যাদের এরা হত্যা করেছিল পরকালে বিচারের সময় তারা ও তাদের ওয়ারিশেরা কি এদেরকে মাফ করে দেবে ?
------ সূরা ফাজর : ২৭-৩০
মন্তব্য করতে লগইন করুন