জীবণের সুখ
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৬ মার্চ, ২০১৩, ০৩:০৭:২৮ রাত
অজানা শিহরণ ঝড় তুলে বুকে
মেঘমালাহীন আকাশ
তবুও বারিধারা সবদিকে
একূল-অকূল শুধুই ছুটোছুটি
ক্রমশঃই বাড়ে স্বর্গীয় নিঃশ্বাস।
তোমাকে স্পর্শ করার সাথেই
খসে পড়ে তারারা
কেবল থেকে থেকে পড়ে শুকতারা
এখন পুরো রাত্রিই নির্ঘুম কাটে
সুখ বয়ে যায় সর্বাংগে
তুমি এলে বলেই
জানা হলো জীবণের সুখ।
বিষয়: বিবিধ
৯৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন