যেই লাউ সেই কদু
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২০ মার্চ, ২০১৬, ০২:১৩:২৬ রাত
যেই লাউ সেই কদু
নেতাগুলো সাজে বধূ
গায় তোষামোদি গান
বাড়ায় নেত্রির মান।
'
কেউ রচে ষড়যন্ত্র
ব্যবহারে রাষ্ট্রযন্ত্র ,
কেউ পড়ে মহামন্ত্র
পাহারা দেয় অতন্ত্র ।
'
ভগবান এসে বসে
ক্ষমতার রশি খসে।
নেতারা লুকায় গর্তে,
নীতি?খেলার আবর্তে।
'
জনগণ ধুয়ে চোখ
তাকিয়ে দেখে মুখ
যেই লাউ সেই কদু
রাম শ্যাম যদু মধু।
19.03.2016
বিষয়: বিবিধ
১৪৪৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বলে থাকে যদু মধু,
আমাদের কথা নয় তা,
লাউ খা কদু খা,
যা পাবি তাই খা,
খেয়ে দেয়ে যেথা যাবি যা৷
যাহা লাউ, তাহাই যদি কদু হয়
তবে কদু হওয়ায় দোষের কি থাকে??
মন্তব্য করতে লগইন করুন