আগামীর সম্ভাবনা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৫ মার্চ, ২০১৩, ০৩:২১:৩৩ রাত
বিদ্বেষ মুছো আত্ত্বিক শুদ্ধতায় মেতে উঠো
ভালবাসো পরোয়াহীন বক্ষ খুলে
দেখবে শত্রুর তরবারি পড়ছে খসে ।
যদি বক্ষে হাহাকার জাগে
নিজেকে প্রশ্ন করো কারণ জেনে নাও
একান্ত আপন হলে বিনাশ করো অঙ্কুরে ।
দুঃখিজনের অশ্রু মুছো জড়িয়ে ধরো বক্ষে
অনুভব করো ভালবাসা অনুভব করো প্রশান্তি ।
জীবণের ব্রত হোক মানবসেবা
মানব সেবিলে হয় ঈশ্বরের আরাধনা
ঈশ্বর দেখুক প্রানান্তর প্রচেষ্টা ।
যারা অহিংসা-সত্য-ন্যায়ের
পথ বেয়ে চলে গেছে অসীমের পানে
তাদের গাঁথা কীর্তি চির অম্লান
তাদের পদাঙ্ক অনুসরনে
রচিত হতে পারে আগামীর সম্ভাবনা ।
বিষয়: বিবিধ
১১০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন