স্বাধীন করল দেশ যারা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৩ ডিসেম্বর, ২০১৫, ০২:০৯:০০ রাত
যুদ্ধে গেল জীবন দিল
কৃষক মজুর জেলে
স্বাধীনতার বিনিময়ে
বুকের তাজা রক্ত ঢেলে।
'
কামার কুমার তাঁতী
কুলি পঙ্গু হল কত?
স্বাধীন দেশে কেউ কি
জানে বীরাঙ্গনা কত?
'
আজকে যারা মহান নেতা
রাজনীতির ভাষণে
সেদিন তারা কেমন ছিল
হায়েনাদের শাসনে।
'
রণাঙ্গনে লড়াই করে
স্বাধীন করল দেশ যারা
থালা হাতে ইষ্টিশনে
ঘুরবে কত আর তারা?
'
রক্ত ঝরল জীবন দিল
স্বাধীন করল দেশ
স্বাধীন দেশে বইছে আজ
পরাধীনতার রেশ।
12.12.2015
বিষয়: বিবিধ
৯৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন