ফাঁসির দড়ি আসছে উড়ে

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২১ নভেম্বর, ২০১৫, ০২:৩৪:৫৪ রাত

ফাঁসির দড়ি আসছে উড়ে

পরবে সবাই একেক করে

মরলে সবাই স্বর্গে যাবে

তাই কি তারা ফাঁসিতে মরে'।

'

কর্ম দোষের ধার ধারেনা

পুণ্য গোনে সবকাজে

অন্তরে ঘড়ির কাটা টিক

টিক টিক ঠিকই বাজে।

'

রাজনীতির খেলায় যারা

রাজাকারদের সাথে হাত বুলায়

ফুরিয়ে গেলে স্বার্থ সব

তারাই আবার ফাঁসিতে ঝুলায়।

'

বাংলাদেশে ফাঁসির দড়ি

ঝুলতে থাকুক অনন্ত কাল

একেক করে ঝুলে সবাই

বুঝুক কত ধানে কত চাল।

20.11.2015

বিষয়: বিবিধ

৯৪৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350597
২১ নভেম্বর ২০১৫ রাত ০৩:৫৯
রক্তলাল লিখেছেন :
নিজের ব্যার্থতার নারকীয় প্রতিশোধ।

যারা জাতিকে ভালো কিছু দিতে পারেনি তারা তাদের ব্যার্থতার ঝাল মিটাতে নরখাদকে পরিণত হয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File