তোমার মতন বন্য তারা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০১:২৪:৩৬ রাত

চেহারাতে মানুষ হলেও

যায়না হওয়া মানুষ

পোষাক পরে লোকালয়ে

যদিও উড়াও ফানুস।

'

ভিতর-বাইরে বন্য পোষ

ভাবছ দুনিয়া অরণ্য

মানুষ বেশে বন্য পোষে

হতে চাও তুমি বরন্য।

'

তোমার কাজে লজ্জা ভুলে

মানুষ ভাবে তোমায় যারা

পোষাক পরা লোকালয়ে

তোমার মতন বন্য তারা।

11.09.2015

বিষয়: বিবিধ

৭৮২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341176
১২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৪৮
নাবিক লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File