ধর লাঠি ভুলাতে বাপের নাম

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৪ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৫৪:৩৬ রাত

চাল ডাল তেল নুন

আদা পিঁয়াজ মরিচ

যারা বাড়ায় এসবের

দাম তাদের ধরিস।

'

আমরা কৃষক মজুর

তাঁতি কুলি জেলে

আমাদের নিয়ে তারা

কত রাজনীতি খেলে।

'

এম পি-মন্ত্রী-নেতারা

বলে বড় বড় কথা

কথা কাজে মিল নেই

নেই মাথা ব্যথা।

'

তারা চায় বাড়ী গাড়ী

কাড়ি কাড়ি টাকা

আমাদের ঘামে চলে

কারখানার চাকা।

'

দুই বেলা পেটে ভাত

একটা কাপড় চাই

আর চাই বেঁচে থাকার

মাথা গুঁজার ঠাই।

'

আবারো বাড়ছে বিদ্যুৎ

গ্যাস তেলের দাম

ধর হাতে বাঁশের লাঠি

ভুলাতে বাপের নাম।

'

আমাদের ধৈর্যের সীমা

ছেড়ে গেছে আজ

অধিকার ফিরে পেতে

সব সাজ রণ সাজ।

03.09.2015

বিষয়: বিবিধ

৯২৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339499
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:২২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সময়ের সাথে তাল মিলিয়ে সুন্দর কবিতা খুবই সুন্দর, ধন্যবাদ।
339518
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৫০
প্যারিস থেকে আমি লিখেছেন : বেসম্ভব কবিতা লিখেছেন ভাই।
339520
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:১৮
শেখের পোলা লিখেছেন : চমৎকার। ঘণ্টাতো আছে, বাঁধার মানুষ নেই৷
339533
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৫০
নাবিক লিখেছেন : chomutker

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File