জাফর স্যার গলায় দড়ি দিবো

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ৩১ আগস্ট, ২০১৫, ০৩:১৯:৫৬ রাত

জাফর স্যার গলায় দড়ি দিবো

দড়ি কি গলায় উঠবে ?

দড়ি নিয়ে ছাত্রলীগ এগিয়ে গেলে

হয়তো গলায় উঠবে।

'

জাতীয় বীর সোনার ছেলেরা

তোমারাই পারো সব

জাফর স্যারের গলায় দড়ি

দিতে এবার তুলো রব ।

'

শাহজালালের পায়ের পরশ

পেয়ে সিলেট ভূমি ধন্য

সিলেট নাকি কলুষিত আজ

জাফর স্যারদের জন্য?

'

বাপ দাদারা করছে লড়াই

"জয় বাংলা" শ্লোগান নিয়ে

জাফর স্যার মুক্ত সিলেট গড়ো

সেই "জয় বাংলা" দিয়ে।

'

তোমরা জাতির সোনার ছেলেরা

থাকবে অস্ত্র হাতে

জাফর স্যারের জন্য এগিয়ে যাও

অস্ত্রসহ দড়ি হাতে।

30.09.2015

বিষয়: বিবিধ

৮৮৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338761
৩১ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪৫
হতভাগা লিখেছেন : সেটা উনি করবেন বলে মনে হয় না । সেরকম মানসিকতার হলে উনি ৭১ এ মুক্তিযুদ্ধেই যেতেন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File