আমি এখন নষ্ট কিনা...
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৫ আগস্ট, ২০১৫, ০১:৪২:১৯ রাত
রঙ তুলিতে স্বর্গ এঁকে
রক্তচোখে আমায় দেখে
দুনিয়াটাকে স্বর্গ ভেবে
তারা স্বর্গ সনদ লেখে।
'
মগজ তাদের রুক্ষ মরু
সামনে পাহাড় আধাঁর
ডানে-বাঁয়ে চাটুকারেরা
ভাঙ্গবে পাহাড় বাঁধার ?
'
অথচ আমি দেখছি তাদের
ঈশান কোণে মেঘ
কর্ম দোষে বাড়ছে দেখ
কাল বৈশাখীর বেগ।
'
আবর্জনায় সাঁতার কেটে
গায় বিশুদ্ধতার গান
নোংরা কাজে তৃপ্ত সুখে
বাড়ছে তাদের মান।
'
ঝড়ের মাঝে টিকতে পারে
গভীর যাদের শিকড়
অথচ তারা চড়ছে সুখে
শিকড় বিহীন শিখর।
'
হতাশ চোখে তাকিয়ে ভাবি
এমন হবে কেন ?
নাকি আমি নষ্ট এখন
দেখছি এমন যেন ?
04.08.2015
বিষয়: বিবিধ
৮৩৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন