মিথ্যার বেসাতি বিলায়

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৭ জুলাই, ২০১৫, ০৩:০০:৫৭ রাত

স্বার্থের লোভে কত

মিথ্যার বেসাতি বিলায়

লাজ-লজ্জা ভুলে নিমিষে

আবর্জনায় মিলায়।

'

কেমনে তারা ভুলে গেল

আপাদমস্তক মানুষ

সর্বাঙ্গে আবর্জনা মেখে

উড়ায় সুখের ফানুস।

'

সত্যকে ঢাকে মিথ্যার

আবরণে, মিথ্যাতেই সুখ

কোলে তুলে দেখি কত

জুড়ায় তার সব দুঃখ।

'

তারা ভাবে চুরি করলেও

চোর নয় অপরাধী

চোর যারা ধরে দিবে

তারাই হবে অপরাধী ।

'

তাই তো আবর্জনা মেখে

কত, প্রমশনের দ্বারে

শয়তান দেখে তাহা

সুখের ঘুমে লেজ নাড়ে।

22.07.2015

বিষয়: বিবিধ

৯০৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331891
২৭ জুলাই ২০১৫ রাত ০৩:০৪
রক্তলাল লিখেছেন : nice. আমার কথাগুলোই পদ্যের আকারে চিত্রায়িত করেছেন। সুন্দর হয়েছে Happy
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File