নয়তো সে শিশু রাজন

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৫ জুলাই, ২০১৫, ০৩:৩৩:৫৭ রাত



খুঁটিতে বেঁধে আঘাত করে

মারল তারা যাকে

নয়তো সে শিশু রাজন

প্রজন্ম বলি তাকে।

'

একটি শিশুই একটি জাতি,

স্বপ্ন বাবা মা’র

চোখের মাঝে হাজার রকম

স্বপ্ন আঁকা যার ।

'

নরপশুরা আঘাত করে

ভাঙ্গল পাঁজর বুকের

নিথর দেহে পড়ল ঝরে

স্বপ্নগুলো চোখের ।

'

হিংস্র প্রাণী নরপশুদের

কোন প্রভেদ নাই

অথচ মানুষ,মানুষ ভেবে

কাছে দেয় ঠাই।

'

কোথার আজ হারিয়ে গেল

মনুষত্ব বোধ হায়

সভ্য সমাজ এ হিংস্রতার

পারে কি এড়াতে দায়?

14.07.2015

বিষয়: বিবিধ

৬৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330039
১৫ জুলাই ২০১৫ রাত ০৪:১৯
আব্দুল গাফফার লিখেছেন : Sad Sad Praying Praying আপনাকে অনেক ধন্যবাদ
330053
১৫ জুলাই ২০১৫ সকাল ০৯:৪২
হতভাগা লিখেছেন : পত্রিকায় দেখলাম : ৫ লাখ টাকায় নাকি আপোস করার চেষ্টা হচ্ছে ।

সেটা একদিক দিয়ে ভাল । কারণ এই শয়তানটার ফাঁসি হলেও তো রাজনের পরিবারের কোন লাভ হবে না , রাজনকে আর ফিরে পাবে না ।

তবে টাকার পরিমান ৫ লাখের পরিবর্তে ৫০ লাখ করা উচিত ।

সেটাতেও সমস্যা হবে । যদি এলাকার পাতি নেতারা জানতে পারে তাহলে রাজনের পরিবারকে তারা প্রতিদিন নরক উপহার দিতে থাকবে ।

আসামী এসব কিছু না করে বরং ৫ লাখের উপরে ১০ লাখ টাকা প্রশাসন ও নেতাদের কাছে দিলে সে আবার সৌদিতে ফিরে যেতে পারবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File