অশান্তির দাবানল
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১০ জুলাই, ২০১৫, ০৪:৩৫:৩১ রাত
অশান্তির দাবানলে
জ্বলছে পুরো বিশ্ব
শোষণ, নিপীড়নে
মানুষ আজ নিঃস্ব।
'
নির্যাতিত মানুষের
আহাজারি বাড়ছে
ঈশ্বরের বিবেকের
কড়া কি নাড়ছে?
'
আরকত অগ্নিস্ফুলিঙ্গে
অগ্নিলাভা বইবে?
মুর্মুষু মানবতা কেন
এত যন্ত্রণা সইবে?
বিষয়: বিবিধ
৮০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন