তৃপ্তির ঢেঁকুর
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৯ মে, ২০১৫, ০৭:০৪:১৪ সন্ধ্যা
তৃপ্তির ঢেঁকুর
তুলে যত কুকুর
খেয়ে মরা গোস্তো,
কেমনে যে ভাবে
আছে খুব লাভে
কিংবা তারা সুস্থ।
'
বিড়ালের ছানা
যদি দেয় হানা
ফেলে যায় সব,
করে ঘেউ ঘেউ
শুনে না যে কেউ
অকারনে তুলে রব।
'
নিজের মাঝে
সিংহের সাজে
দেখায় তাদের ক্ষমতা
হিংস্রের বেশে
তৃপ্তিতে হেসে
ভুলে সৃষ্টির মমতা।
বিষয়: বিবিধ
৮৫০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন