দগ্ধ দেহে সুখ

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৭ মে, ২০১৫, ০২:২৯:০৯ রাত

রক্তমাখা আকাশ দেখি

বরফ গলা নদী

উষ্ণ মরু বুকে আগুন

জ্বলছে নিরবদি ।

'

রক্ত নদী বইবে কত

হ্রদয় মাঝে জ্বালা

জ্যান্ত মানুষ লাশ হয়ে

ভাসছে নদীনালা।

'

বজ্রাঘাতে আকাশ ফাটে

দগ্ধ দেহে সুখ

তবুও আমি স্বপ্ন দেখি

পেতে রাখি বুক।

16.05.2015

বিষয়: বিবিধ

৯৩৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320489
১৭ মে ২০১৫ সকাল ০৭:০৭
শেখের পোলা লিখেছেন : খুব ভাল হয়েছে৷
320494
১৭ মে ২০১৫ সকাল ০৮:৩০
অবাক মুসাফীর লিখেছেন : বজ্রাঘাতে আকাশ ফাটে
দগ্ধ দেহে সুখ
তবুও আমি স্বপ্ন দেখি
পেতে রাখি বুক।

আমিও বুক পেতে রাখতে চাই... কিন্তু পারি না... শকুনীদের থাবা সব কিছু ছার খার করে দেয়...ওরা স্বপ্ন দেখতে দেয় না যে!
320673
১৮ মে ২০১৫ রাত ০১:২৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : darun!! ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File