অঘোষিত কমিন
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৩ মে, ২০১৫, ১২:৫৮:০৭ রাত
স্বঘোষিত মো’মিনরা
অঘোষিত কমিন
কেমনে ভালো থাকে
খোদার জমিন।
'
পাঁচবার নমাজ পড়ে
রাখে আরো রোজা
তবু তাদের আমলে
কেন পাপের বোঝা?
'
মুখে বলে ভালো কথা
আমলে তা নাই
কত মানুষ কত রকম
বানিয়েছেন সাঁই।
১২.০৫.২০১৫
বিষয়: বিবিধ
৯০৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন