আঁতাত করে জামিন পেলেন
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৬ এপ্রিল, ২০১৫, ০১:৫৭:৪৩ রাত
নিজেই এবার আঁতাত করে
জামিন পেলেন কোর্ট থেকে
কেমনে তিনি জামিন নিলেন
নেতাকর্মীদের জেলে রেখে।
-
আতংকিত নেতাকর্মীদের
মাথার উপর জুলুম খুন গুম
মৃত্যুর পরোয়ানা সাথে নিয়ে
কেমনে চোখে আসে ঘুম।
-
আন্দোলনের ডাক দিয়ে
এত মানুষ মারলেন যিনি
কোন ইশারায় জামিন নিয়ে
প্রকাশ্যে আসলেন তিনি।
-
অফিস ছেড়ে তিনি বাসায়
গেলেন ঘুমাবেন আয়েশ করে
পেট্রোল বোমায় দগ্ধ মানুষ
হাসপাতালে যন্ত্রণাতে মরে।
-
এমন ধোঁকার রাজনীতিতে
জনগণের কল্যাণ নাই
আসুন, ধোঁকাবাজির রাজনীতি
থেকে দূরে সরে যাই।
০৫.০৪.২০১৫
বিষয়: বিবিধ
৭৮৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বার্থ আর ক্ষমতার রাজনীতিতে সবই চলে!
আবার তা প্রমান করলেন বিম্পি নেত্রী খালেদা জিয়া!
এক ছেলে কবরে অন্যজন দিলেন পাড়ি
জনগনের সমর্থন নেই বুঝেন তারাও
তবুও এই কয়দিন করলেন জ্বালাও পোড়াও
বয়সের ভাড়ে ন্যুব্জ আর কত পোহাবেন ঝামেলা
সামনে ঝুলছে ডজন ডজন হামলা আর মামলা
তাই তো এখন তিনি নন কোন আলাদা
একদা ছিলেন যিনি আপোষহীন খালেদা
মন্তব্য করতে লগইন করুন