গরু হবে ‘দেশ মাতা’
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৫ এপ্রিল, ২০১৫, ০৩:৫১:৩৩ রাত
কেমনে খাবে গরুর গোস্ত
গরু যে তোদের মা
মায়ের চামড়ায় জুতা পরে
গরুর পেশাব খা।
-
তুলে রাখিস গরুর গোবর
লাগবে শুভ কাজে
অসুর এলে পালিয়ে যাবে
গোবর দেখে লাজে।
-
ধর্ম চিন্তায় পৃথিবী আজ
কোথায় তোমরা জানো ?
উগ্রবাদের জনক তোমরা
তাইতো আঘাত হানো।
-
এবার তোমরা করলে দাবী
গরু হবে ‘দেশ মাতা’
বুঝলাম এবার গান্ধীজি
পরতো কেন ছেঁড়া কাঁথা।
04.04.2015
বিষয়: বিবিধ
১১৮৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন