দেশে গিয়া টয়লেট বানা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৭ মার্চ, ২০১৫, ০২:৩০:২৩ রাত

দেশে গিয়া এবার

তোরা টয়লেট বানা

চেয়ে দেখো দেশের

দিকে জন্মের কানা।

আমারা তো আর মল

ছাড়ি না যত্রতত্র

মল-মূত্রে বসবাস

তোদের ছাড়ো সর্বত্র।

জন্ম দোষ আর পেশির

জোরে পাও জয়

খেলতে গেলে জয়পরাজয়

তবে কেন ভয় ?

ধরাশায়ী হলে এবার

অস্ট্রেলিয়ার কাছে

খুশীর ঠ্যালার বিশ্ববাসি

ফুর্তিতে নাচে।

পরাজয়ের গ্লানি নিয়ে

ছাড়ো অস্ট্রেলিয়া

খেলা ছেড়ে টয়লেট

বানাও ভারত গিয়া।

২৬.০৩.২০১৫

বিষয়: বিবিধ

৮৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File