ফ্রান্সের প্যারিসে «লো পখন্তেম দে পয়েম « বা কবিদের বসন্ত উদযাপন
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২১ মার্চ, ২০১৫, ০৬:০২:০৫ সকাল
প্রতি বছরের ন্যায় এবারও ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে «লো পখন্তেম দে পয়েম « বা কবিদের বসন্ত। ১৯৯৯ সনে তৎকালীন ফরাসি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জ্যাক লং, ইমানুয়েল হুগ কে সাথে নিয়ে প্রথম «লো পখন্তেম দে পয়েম « বা কবিদের বসন্ত শুরু করেন। সাধারণত মার্চ মাসে বসন্তের আগমনের কিছু দিন আগে তা শুরু হয়। এ বছর উদযাপিত হচ্ছে ১৭তম «লো পখন্তেম দে পয়েম « বা কবিদের বসন্ত। গত ৭ মার্চ থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ২২ মার্চ পযন্ত। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে «কবিতা মানুষের চেতনাকে পরিবর্তনের মাধ্যমে বিশ্বকে আরো বেশী সুরক্ষা করে «।
ফরাসিদের «লো পখন্তেম দে পয়েম « বা কবিদের বসন্ত উদযাপনের সাথে প্রতিবছরের ন্যায় এবারও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহানের একক উদ্যোগে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী কবি ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে উদযাপন করা হয়। গত ১৯ মার্চ প্যারিসের লাইব্রেরী সেন্টার র্জজ পম্পিদু হলে আবৃত্তিকার সাইফুল ইসলামের পরিচালনায় «লো পখন্তেম দে পয়েম « বা কবিদের বসন্ত অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা ছাড়াও স্বরচিত ও বিভিন্ন কবির কবিতা পাঠে অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুনির কাদের, আবৃত্তিকার সাইফুল ইসলাম, সংগীত শিল্পী মোঃ আবুল মনসুর,কবি বদরুজ্জামান জামান, কবি রেজাউল হায়দার, সংগীত শিল্পী বিশ্বজিৎ ভট্রাচার্য , সাংবাদিক ওয়াহিদুজ্জামান, সাংবাদিক মুহাম্মদ গোলাম মুর্শেদ প্রমুখ।
উল্লখ্য ফরাসি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রতিবছর ১২০০০ অনুষ্ঠান এবং অন্যান্য উৎসবের আয়োজন করে থাকে। «লো পখন্তেম দে পয়েম « বা কবিদের বসন্ত ফ্রান্স ও কিউবেকে শুরু হলেও বর্তমানে ইউরোপের বিভিন্ন শহরে «লো পখন্তেম দে পয়েম « বা কবিদের বসন্ত ছড়িয়ে পড়েছে।
বিষয়: বিবিধ
৯৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন