ফেইসবুক ইউজ
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৩ জানুয়ারি, ২০১৫, ০৩:৪৯:৪১ রাত
ফেইস বুকে কত জনে
কতকিছু করে শেয়ার
প্রাইভেসি থাকে না কিছু
নেই কারো কেয়ার।
-
ভালকাজে ফেইস বুক
করো যদি ইউজ
উপকৃত হবে সমাজ,
হবে না এভিউজ।
-
ফেইসবুক ব্যাবহারে
যদি থাকে না সেন্স
নিশ্চয়ই প্রাইভেসি
হবে ভায়োলেন্স।
-
কত আছে কত কিছু
করে ডাউনলোড
নেশার ঘুরে ফেইস বুকে
করে আপলোড।
-
প্রাইভেসি যদি না বুঝে
হিউম্যান বিং
সৃষ্টির মাঝে কেমনে
হবে সেরা কিং?
২২.০১.২০১৫
বিষয়: বিবিধ
১০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন