আঁধারের বুক চিরে

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৬ জানুয়ারি, ২০১৫, ০৫:৫১:০০ সকাল

আঁধার রাতের হাতছানিতে ডুবছে দিনের আলো

আলোকিত দিন হারিয়ে গেল, হল আঁধার কালো।

-

রাত তো সবে শুরু হল, বাকী মধ্য গভীর রাত

ভয়ঙ্কর এক ভবিষ্যৎ আজ বাড়িয়েছে দু হাত ।

-

আমরা না হয় হারিয়ে গেলাম রাতের গভীরে

অনাগতরা কেমনে আসবে রাতের বুক চিরে ?

-

গভীর রাতের গভীরতা, ফাঁড়ি দিতে পারো যদি

তবেই শুরু হবে আলোর মিছিল ছুটবে নিরবধি।

-

আঁধারের বুক চিরে পূবাকাশে উঠবে ভোরের রবি

পালিয়ে যাবে আঁধার যত আলোকিত হবে সবি।

১৬.০১.২০১৫

বিষয়: বিবিধ

১২৯৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300379
১৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৩৬
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ভয় পা্ও কেন হে নব তরুণগন
অন্ধকার পালায় যখন আলো আসে।

নেমে পড় দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে
রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File