শু রু হ ল ভাং চু র হা ম লা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৭ জানুয়ারি, ২০১৫, ০৪:৪৩:১২ রাত
শুরু হল দেশ জুড়ে
ভাংচুর, হামলা
দেখা যাক এদু'য়ে
কারা বেশী কামলা।
-
রাজপথ রেলপথ
সবপথ অবরোধ
দেখি কারা নেমে এসে
করে প্রতিরোধ ?
-
প্রতিশোধের আগুনে দেশ
দাউ দাউ জ্বলছে
পুলিশের গুলিতে মানুষ
দেশজুড়ে মরছে।
-
দেশটা নয় কারো
শ্বামীর কিংবা বাবার
হায়েনারা রাজপথে
কেন এলো আবার?
-
দেশটা বানিয়েছে তারা
মগের মুল্লুক
ক্ষমতায় বসে আছে
কতগুলো উল্লুক।
-
রক্তের হুলি খেলায়
মেতেছে আজ যারা
জনগণ বুঝে গেছে
আসলে তারা কারা।
-
জনগণের পিঠ আজ
ঠেকে গেছে দেয়ালে
রাজপথে জনগণ
চেয়ে দেখ খেয়ালে।
০৬.০১.২০১৫
বিষয়: বিবিধ
১০২৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠেকে গেছে দেয়ালে
রাজপথে জনগণ
চেয়ে দেখ খেয়ালে।
ভালো বলেছেন।
মন্তব্য করতে লগইন করুন