আন্দোলনের হুমকি

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৩ জানুয়ারি, ২০১৫, ০২:৫৫:১২ রাত

আসলেই হবে আন্দোলন

না হুমকিতেই সব শেষ ?

ছিনিমিনি আর খেলবে কত

নিয়ে আমার দেশ?

-

দেশের মানুষ আছে ভাল

কাটছে তাদের বেশ

শাসন শোষণ দুর্নীতির

যদিও নাই যদিও নাই শেষ।

-

আন্দোলন করবে তোরা

আছে নাকি তোদের কেউ ?

জনগণের কানে আঙ্গুল

শুনে তোদের ঘেউ ঘেউ।

-

খালেদা ছাড়া বিম্পির

দেশে নাই আর কিছু

নেতা কর্মীরা ছুটছে এখন

আম্লীগের পিছু পিছু ।

-

কেন্দ্রীয় নেতারা আঁতাত করে

বানাচ্ছে টাকার পাহাড়

তৃণমূলেও একি দশা

উড়ছে রঙ্গের বাহার।

-

কেমনে তোরা করবে

সরকার পতন আন্দোলন

আন্দোলনে আছে নাকি

জনদাবীর প্রতিফলন ?

০২.০১.২০১৫

বিষয়: বিবিধ

৭৮২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298888
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০৩:১৩
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো , অনেক ধন্যবাদ
298891
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৪৬
কাহাফ লিখেছেন :
অনেকেই বিএনপি কে 'হিজরা বা বিধবা নারী পার্টি' বলে মনের ঝাঝ মিটায়। বাস্তবতায়ও এমনি মনে হয়!
এই রুদ্ধকর পরিস্হিতি থেকে উত্তরণের পথ অনেক দূর!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File