বো র কা চু ড়ি র মে লা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৯ ডিসেম্বর, ২০১৪, ০১:৪৬:৫০ রাত
বোরকা-চুড়ির মেলা বসছে ,
সারাদেশ জুড়ে
ইরান থেকে দামী বোরকা
আসছে উড়ে।
-
বিম্পি নেতাদের ভিড় জমেছে ,
সেই মেলায়
বোরকা চুড়ি কিনবে তারা
নয় হেলায়।
-
কালা মানিকের এক ধমকে
হুশ বেহুশ
চুড়ি হাতে বোরকা পরে
করবে তাকে খোশ।
-
রাজপথে নয় ঘরের কোনে
থাকবে তারা
তাদের ঘাড়ে ভর করেছে
মীরজাফরের প্রেতাত্মারা ।
-
দালাল বেশের ঐ নেতারা
করছে মেলার আয়োজন
বোরকা-চুড়ির মেলা নাকি
এখন খুবই প্রয়োজন।
২৮.১২.২০১৪
বিষয়: বিবিধ
১০৭৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন