দাদার পতাকায় তোমার শাড়ী
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৯ ডিসেম্বর, ২০১৪, ০২:০০:৪৮ রাত
পরলে তুমি দাদার দেশের
পতাকা দিয়ে বানিয়ে শাড়ী
দেখে মানুষ বুঝলো আবার
দাদার দেশে তোমার নাড়ী।
-
দেশ বিজয়ে নয় খুশি তাই
বক্তৃতাতে করছো গালাগালি
দাদার পতাকা পরে কেন
বিজয় দিবসে করলে দালালি?
-
সত্য প্রকাশ করলো তারেক,
বললে তাকে জানোয়ার
দাদার পতাকা জড়িয়ে বুকে,
দিল করেছো আনোয়ার।
-
আর কত কাল দেখাবে তুমি,
দাদার প্রেমের এমন খেলা
দাদার দেশের পতাকা পরে
দেশের পতাকা করলে হেলা।
-
তারেক জিয়ার তথ্যমতে
বাবা রাজাকার তুমি তাহলে কি?
তোমার পরিচয় পেয়েছে জনগণ
তাইতো বলছে ছি ছি ছি।
১৮/১২/২০১৪
বিষয়: বিবিধ
৯৮৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
তদন্ত কমিটি গঠন করা হোক.....
এটা বোধহয় উপহারেরর!!!!
মন্তব্য করতে লগইন করুন