ধর হাতে ধর প্রলয় নিশান
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৬:২৩:৪৮ সন্ধ্যা
ডিসেম্বরের ষোল তারিখ
স্বাধীন হল আমার দেশ
স্বাধীন হয়েও কাটেনি তো
আজ পরাধীনতার রেশ।
-
আগ্রাসীরা ছুঁড়ছে গুলি
মরছে মানুষ সীমান্তে
উড়ছে শকুন আকাশ জুড়ে
নয়তো কারো অজান্তে।
-
মানুষ বেশে বন্যরা আজ
রাজপথে অস্ত্র হাতে
ছুঁড়ছে গুলি উড়ছে খুলি
ক্ষমতাটাকে সামলাতে।
-
আকাশটা আজ ঢাকছে
দেখো কালো মেঘে
অসময়ে কাল বৈশাখী
আসছে তেড়ে তুমুল বেগে।
-
হানাদাররা পালিয়ে গেলেও
রয়ে গেছে তাদের প্রেতাত্মা
জুলুম-শোষণ খুন-খারাবি
সব কিছুতেই তারা অগত্যা।
-
ডাক এসেছে আজকে আবার
জাগরে তরুণ মজুর কিষাণ
অপশক্তি রুখতে সবাই
ধর হাতে ধর প্রলয় নিশান ।
১৩/১২/২০১৪
বিষয়: বিবিধ
১০৬৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন