আদিম লোভ স্বর্গ প্রাপ্তি

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১২ ডিসেম্বর, ২০১৪, ০৩:০০:৪৭ রাত

একটাই পথ উম্মুক্ত, যে পথে হাঁটি। রুদ্ধ সমস্ত বিকল্প।

যেভাবে অমাবশ্যা রুদ্ধ করে চাঁদের গতিপথ ;

নক্ষত্রের আলোর প্রাণান্তর চেষ্টা,

কতটাই বা পারে তারা রাতের অরণ্যের গলিপথে পৌঁছতে।

-

অপ্রতিরোধ্য সময়ের স্রোতে ভেসে আসে আর্বজনা।

দৃষ্টি বিভ্রম; তাই মাখামাখি করি সর্বাঙ্গে।

মাঝে মাঝে বোধ জাগে,

আর্বজনা সমেত রুদ্ধ বিকল্প উম্মুক্তের চেষ্টায় উম্মত্ত হই

আদিম লোভ স্বর্গ প্রাপ্তির প্রত্যাশায়।

১১/১২/২০১৪

বিষয়: বিবিধ

৮৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File