আমরা কি সত্যি স্বাধীন
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১১ ডিসেম্বর, ২০১৪, ০৩:২১:২০ রাত
স্বাধীনতার জন্য মানুষ
যুদ্ধ করে জীবন দিল ।
আজকে যারা চেতনাধারী
সেদিন তারা কোথায় ছিল?
-
কৃষক-শ্রমিক-মজুর-কুলি
অস্ত্র হাতে নিল
পাকহানাদার রুখতে তারা
রক্ত ঢেলে দিল।
-
যুদ্ধ জয়ে স্বাধীন হয়ে
ফিরল অনেক পঙ্গু হয়ে
দুঃসহ স্মৃতি বুকে নিয়ে
কাটছে জীবন স্বপ্ন বয়ে।
-
যুদ্ধ শুরু হল একাত্তরে,
হয়েছে কি আজো শেষ ?
হানাদাররা পালিয়ে গেলেও
রয়েছে তার রেশ।
-
ঘর-বাহির নয় নিরাপদ
আতঙ্কে কাটে দিন
স্পষ্ট চোখে দেখছে মানুষ
একাত্তরের চিন।
-
ভাবতে হবে আজকে আবার,
আমরা কি সত্যি স্বাধীন ?
আগ্রাসীদের নখের থাবায়
রক্তাক্ত হই প্রতিদিন।
-
আর কত কাল কাটবে
এমন দু্ঃসময় পক্ষাঘাতে
স্বনির্ভর দেশ গড়তে এবার
নামতে হবে অস্ত্রহাতে।
১০/১২/২০১৪
বিষয়: বিবিধ
৯৩০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হ্যাঁ সেদিন তারা আরামে কম্বলের তলে চেতনা বিলাতে ব্যস্থ ছিল আর এখন সাটিফিকেট নিয়ে বড় বড় নামধারী মুক্তিযোদ্ধা হয়ে গেছে!
সেদিন তারা কোথায় ছিল?
১) একজন সে সময়,যুদ্ধে যাবার কথা ভাবতে ভাবতে যুদ্ধ শেষ হয়ে গেল!! এতকম সময় যুদ্ধ হলে কেমনে হয়!!
২) আর একজন পেয়ারি বিবি এবং মায়ের মুখের দিকে তাকিয়ে যুদ্ধ যেতে পারেন নাই।যদি মারা জান, তবে ফেরডোসি মজুমদারের কি হবে। কে খাবে এই যৌবন!!
৩)ইনি সেই সময় মুরগির খামার নিয়ে এত busy ছিলেন, পাকিদের কে মুরগি সাপলাই দি্তে দিতে যুদ্ধ শেষ!!
মন্তব্য করতে লগইন করুন