অশান্ত সমুদ্র পুষি
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৮ ডিসেম্বর, ২০১৪, ০২:০৪:৫৯ রাত
বুকের ভিতর অশান্ত সমুদ্র।
জলচ্ছ্বাস ঘুর্ণিঝড় প্রতিনিয়ত লণ্ডভণ্ড করে দেয় সব।
র্ব্জ্রাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ উড়ে বিবর্ন হয় রঙধনু।
-
সমুদ্রের তলদেশে ব্জ্রকম্পন,
রণতরী নোঙর ফেলে যুদ্ধ বাঁধায়।
মানুষের রক্তের গন্ধে গহীন তলদেশ থেকে
ডাঙায় উঠে আসে হাঙর।
-
তবুও সারাক্ষন বুকের ভিতর অশান্ত সমুদ্র পুষি,
শান্ত সমুদ্রের স্বপ্নে।
শান্ত সমুদ্রে মুক্তো কুড়ানিরা মুক্তো কুড়ায় মুগ্ধ চিত্তে।
আর আমি অশান্ত সমুদ্রে কবিতা কুড়াই
শান্ত সমুদ্রের স্বপ্নে।
০৭/১২/২০১৪
বিষয়: বিবিধ
১০১১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন