বাদী যখন বিচারক হয়
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৩ ডিসেম্বর, ২০১৪, ০৩:১৪:১২ রাত
বাদী তুমি বিচারক হয়ে,
করলে বিবাদীর বিচার
খোদার জার্নালে প্রকাশিত হল
দীর্ঘ এক ফিচার।
-
তোমার হাতে ক্ষমতা আজ,
হয়তো কাল নাই
বাদী তুমি বিচারক তুমি,
তাই তুলি না হাই।
-
মিথ্যা বলা পাপ কাজ,
আমানত খেয়ানত যেমন
পাপ কাজে আমল করেও
ফতোয়া দিলে কেমন?
-
কবিরা গুনাহ ছগিরা গুনাহর
ওয়াজ কর যত
চিন্তা করে দেখছ কিনা
নিজের আমল কত?
-
ধোঁকা দিয়ে করবে আর কত,
স্বর্গ প্রাপ্তির কাজ?
ধোঁকার কাজে স্বর্গ আছে
বলেনি তো রাজাধিরাজ।
-
তোমার সাথে নয়তো চুক্তি
আমায় নিবে স্বর্গে
ভাল করে তাকিয়ে দেখো
আছ এখন মর্গে।
০২/১২/২০১৪
বিষয়: বিবিধ
৯২৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন