বুকের ভিতর কষ্ট পুষি

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ৩০ নভেম্বর, ২০১৪, ০২:০০:৫৮ রাত

বুকের ভিতর কষ্ট পুষি ভালবাসি তাই

কষ্ট ছাড়া এই জীবনে সুখের স্বাদ নাই।

-

সুখ নয় হাতের মোয়া ধরতে পাওয়া যায়

নয়তো আবার রবি-শশি হাতে পাওয়া দায়।

-

সুখের পরে দুঃখ আসে, দুঃখের পর সুখ

দুঃখের তিরে বিঁধতে আমি, পেতে রাখি বুক।

-

কতটা সুখ পেলে মানুষ সুখের মাঝে বাঁচে

পরিমাপ করে বলতে পারে এমন কে আছে?

-

পৃথিবীটা কি সুখের আবাস বুঝতে কষ্ট হয় ?

তাই কষ্টে কাটে জীবন, সুখ খুঁজতে দুঃখ বয়।

-

যদি নিজের মতো সুখ খোঁজ, দুঃখে না ডুবে

সুখের মাঝে ভাসবে তুমি, দুঃখ নাহি ছুবে।

২৯/১১/২০১৪

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289738
৩০ নভেম্বর ২০১৪ রাত ০২:১৪
আব্দুল গাফফার লিখেছেন : যদি নিজের মতো সুখ খোঁজ, দুঃখে না ডুবে

সুখের মাঝে ভাসবে তুমি, দুঃখ নাহি ছুবে।
এই দুই লাইন খুবি ভাল লেগেছে Good Luck Good Luck
289775
৩০ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৪০
হতভাগা লিখেছেন : অস্থির হইছে
289778
৩০ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৪৭
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
289826
৩০ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : চরম হইছে চরম Thumbs Up Thumbs Up
289892
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৮
ফেরারী মন লিখেছেন : ভালো লাগলো সুখ দুঃখ আর কষ্ট বেদনার কবিতাটা। চালিয়ে যান আর বেশী বেশী লিখুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File