বুকের ভিতর কষ্ট পুষি
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ৩০ নভেম্বর, ২০১৪, ০২:০০:৫৮ রাত
বুকের ভিতর কষ্ট পুষি ভালবাসি তাই
কষ্ট ছাড়া এই জীবনে সুখের স্বাদ নাই।
-
সুখ নয় হাতের মোয়া ধরতে পাওয়া যায়
নয়তো আবার রবি-শশি হাতে পাওয়া দায়।
-
সুখের পরে দুঃখ আসে, দুঃখের পর সুখ
দুঃখের তিরে বিঁধতে আমি, পেতে রাখি বুক।
-
কতটা সুখ পেলে মানুষ সুখের মাঝে বাঁচে
পরিমাপ করে বলতে পারে এমন কে আছে?
-
পৃথিবীটা কি সুখের আবাস বুঝতে কষ্ট হয় ?
তাই কষ্টে কাটে জীবন, সুখ খুঁজতে দুঃখ বয়।
-
যদি নিজের মতো সুখ খোঁজ, দুঃখে না ডুবে
সুখের মাঝে ভাসবে তুমি, দুঃখ নাহি ছুবে।
২৯/১১/২০১৪
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুখের মাঝে ভাসবে তুমি, দুঃখ নাহি ছুবে।
এই দুই লাইন খুবি ভাল লেগেছে
মন্তব্য করতে লগইন করুন