নকলের উৎসব

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৯ নভেম্বর, ২০১৪, ০৫:২১:৫২ সকাল





বিদ্যালয়গুলো ক্রিমিনালয়ে

রূপান্তরিত সারা দেশে

ক্রিমিনালেরা শিক্ষা দিচ্ছে

মুখোশ পরে শিক্ষক বেশে।

-

পরীক্ষার হলে এ কি কাণ্ড

ঘটছে যত্রতত্র

নকলের উৎসব কেন ছড়াল

এত দ্রুত সর্বত্র ?

-

কোমলমতি শিশুদের আজ

বানানো হচ্ছে ক্রিমিনাল

জাতির ভবিষ্যৎ শিশুদের

বাঁচাতে কে ধরবে হাল ?

-

শঙ্কিত আজ পিতামাতা অবিভাবক

শঙ্কিত সারা দেশ

মেধার বিকাশ কেমনে হবে দেশে

সমূলেই হচ্ছে শেষ।

-

দালাল বেশে প্রশাসন আর

থাকবে কত নীরব

অপরাধীদের শাস্তি দিতে

হবে কি তারা সরব?

২৮/১১/২০১৪

বিষয়: বিবিধ

৯৬৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289383
২৯ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৪৮
নিরবে লিখেছেন : বলার কিচ্ছু নাই
289400
২৯ নভেম্বর ২০১৪ সকাল ১০:০৬
ইশতিয়াক আহমেদ লিখেছেন : নিরবে লিখেছেন : বলার কিচ্ছু নাই It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me!
289407
২৯ নভেম্বর ২০১৪ সকাল ১০:১৫
হতভাগা লিখেছেন :



289425
২৯ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৮
ফেরারী মন লিখেছেন : সব শেষ করে দিচ্ছে এই সরকার। এই সরকার ধ্বংস হোক।
289442
২৯ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪৯
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : ওয়ারলেস শিক্ষামন্ত্রী জাতীকে কি দিবে আর?
বলে কিনা হাত পুড়িয়ে দিবে?
কি দিয়ে হাত পোড়াবে? কাউকে হাত পোড়াতে হবেনা, এভাবে চলতে থাকলে পড়াশোনা বাদ দিয়ে ছাত্ররা বোমাবাজী করবে। আর বোমাবাজী করতে গিয়ে নিজের হাত নিজেরাই পোড়াবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File