স্বর্গ-নরক ফেরি করে বেড়াও

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৮ নভেম্বর, ২০১৪, ০২:২০:২২ রাত

স্বর্গে পাঠাও,নরকেও পাঠাও।

ধর্মের ঠিকাদারি হাতে নিয়ে স্বর্গ-নরক ফেরি করে বেড়াও।

অথচ সর্বাংগে আবর্জনা , লুটোপুটি খেলো আবর্জনায়।

আবর্জনা সমেত ধর্ম ব্যাখ্যার কি উম্মত্ততাই না দেখাও ইদানিং।

কথায় কথায় স্বর্গ-নরক বিক্রি করো মানুষের কাছে।

অসত্য, অন্যায়,দম্ভ, অহংকার,

ধর্মের নামে অর্ধ্ম কি ধর্মের কাজ?

ধর্ম তো কোন পৈত্রিক সম্পত্তি নয়;

তোমার সিদ্ধি অর্জনে ব্যবহার করবে?

-

ধর্মের বাহক যারা এসেছিল পৃথিবীতে চেয়ে দেখো তারা বলেছিল-

"ক্ষমা করো, ভালবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো"।

আর তুমি...?

স্বর্গে পাঠাও নরকেও পাঠাও,

ধর্মের ঠিকাদারি হাতে নিয়ে লুটোপুটি খেলো আবর্জনায়।

দাবী করো তুমিও ধর্মের প্রচারক।

চোখের পর্দা সরাও, হ্রদয়ের বোতামগুলো খুলো;

এবার হাতে নাও তোমার ধর্মগ্রন্থ

দেখো ওখানে লিখা আছে তুমি প্রচারক নও, তুমি প্রতারক।

২৭/১১/২০১৪

বিষয়: বিবিধ

৯২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File