কিভাবে শ্রেষ্ঠত্বের অংক কষো

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৫ নভেম্বর, ২০১৪, ০৫:২৮:১৫ সকাল

সর্বাঙ্গে আবর্জনা মেখে সৃষ্টার প্রতিনিধি দাবী করো,

শ্রেষ্ঠত্বের কোন মাপকাঠি বসিয়ে উঁচু কণ্ঠে নিজের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো,

ধর্মের ঠিকাদারী হাতে নিয়ে চারপাশ ছাইপাঁশ ভাবো,

শ্রেষ্ঠত্বের অংক কষো তোমার আর মানুষের মাঝে,

বিভেদের প্রাচীর দৃঢ় করো, প্রত্যাশা করো স্বর্গ প্রাপ্তির???

-

ধর্ম মানে কি সংকিণতা, ধর্ম মানে কি অসমতা,

ধর্ম মানে কি অশুদ্ধতা ?

যদি তা না হয় তাহলে কোন ধর্ম বিশ্বাসে স্বর্গ প্রত্যাশা করো ?

রাজনীতি তো কোন ধর্মের নাম নয়।

নাকি ধর্মের মুখোশে রাজনীতিকে ধর্ম বানিয়েছ?

২৪/১১/২০১৪

বিষয়: বিবিধ

৯৭৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287764
২৫ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৬
ফেরারী মন লিখেছেন : কবিতায় কঠিন বাস্তবতা ফুটে উঠেছে। Thumbs Up Thumbs Up
287866
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
287879
২৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:০৭
ক্ষনিকের যাত্রী লিখেছেন : মাশাআল্লাহ! অনেক সুন্দর ও বাস্তর কবিতা। ভালো লাগলো বেশ। Good Luck Good Luck Good Luck Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File