একটি মানুষ কুকুর পোষে

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৩ নভেম্বর, ২০১৪, ০১:৫৯:২৪ রাত

একটি মানুষ ভদ্র বেশে,

ভিতরে সে কুকুর পোষে

কুকুরগুলো বেরিয়ে আসে,

স্বরূপে সে উঠে রুষে।

-

মুখোশ পরে ভদ্র বেশে;

চলে মানুষের সাথে

কিসের লোভে মানুষের হাত,

রাখে তার হাতে?

-

'উঁচু মানে','জ্ঞানের ভারে',

মানুষের দৃষ্টি কাড়ে

স্বঘোষিত মান বয়ে সে;

ইদানিং লেজ নাড়ে ।

-

সকাল-দুপুর-সন্ধ্যা বেলা,

দিনের পর দিন

কুকুর সেজে ঘুরেছি আমি,

পেয়েছি তার চিন।

-

হ্রদয় খুলে জানাই তাকে

হাজার হাজার শুকুর

মুখোশ খুলে দেখিয়েছে সে;

তার ভিতরের কুকুর ।

১২/১১/২০১৪

বিষয়: বিবিধ

১০৪৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283750
১৩ নভেম্বর ২০১৪ রাত ০২:২১
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
283780
১৩ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৫৬
মামুন লিখেছেন : লিখাটি পড়লাম। ভালো লেগেছে। ভালো লাগা রেখে গেলাম। ধন্যবাদ। Thumbs Up Thumbs Up Thumbs Up
283845
১৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : একটি মানুষ ভদ্র বেশে,
ভিতরে সে কুকুর পোষে
কুকুরগুলো বেরিয়ে আসে,
স্বরূপে সে উঠে রুষে।

আসলেই কিছু কিছু মানুষের ভিতরে বাস করে কুকুর। যেটা উপরে বোঝা যায় না কিন্তু গভীরে গেলে বোঝা যায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File