নক্ষত্রের পতন...
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৮ নভেম্বর, ২০১৪, ০২:৪৬:২৪ রাত
আরেকটি নক্ষত্রের পতন ঘটাতে সমস্ত আয়োজন সম্পন্ন
নক্ষত্রের অপরাধ আলোর বিস্ফুরণ অন্ধকারে ।
-
একটি নক্ষত্রের পতন মানে অসংখ্য নক্ষত্রের বিস্ফূরন;
তোমাদের অবনমিত দৃষ্টি মহাকাশের অগণিত প্রজ্বলিত
নক্ষত্রের গণনা সত্যি দুষ্কর।
একটি নক্ষত্রের পতন যেমন নক্ষত্ররাজির পতন নয়,
একজন বীরের পতন তেমনি
আমৃত্যু কোন প্রচেষ্টার পতন নয়।
একটি নক্ষত্রের পতন মানে মহাকাশে আঁধার প্রতিষ্ঠা নয়,
বরং দ্বিগুন গতিতে নক্ষত্ররাজির প্রজ্বলন।
-
সত্য-ন্যায় প্রতিষ্ঠার মিছিলের শুরু আত্মার জগত
থেকে পৃথিবী হয়ে প্রশান্তিময় স্বর্গ।
স্বর্গ মানে অনন্ত শান্তির আবাসস্থল
স্বর্গ মানে আমৃত্যু প্রচেষ্টার সফলতা।
তোমাদের তুচ্ছ সফলতা আরো দীর্ঘ
করবে মহা সাফল্যের মিছিল।
০৭/১১/২০১৪
বিষয়: বিবিধ
১১০১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> রায়হান রহমান লিখেছেন : হা হা, হাহা। আপমার নবী স্বয়ং দাসী/চাকরানীদের সাথে লিভটুগেদার করতেন।সহমত
মন্তব্য করতে লগইন করুন