ফাঁসির দড়ি

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৭ নভেম্বর, ২০১৪, ০৩:২৬:৪৩ রাত



ফাঁসির দড়ি পরবো গলায় একের পর এক

প্রহসনের বিচার আজ বিশ্ববাসী চেয়ে দেখ।

-

আদর্শকে আঁকড়ে ধরি, ফাঁসির দড়ি গলায় পরি

স্বল্প জীবন তুচ্ছ করি, দীর্ঘ জীবন বরণ করি।

-

যজ্ঞ করে গায়ের জোরে তোমরা মিলে

বিচারের নামে অবিচারে ফাঁসি দিলে।

-

নিশ্চয় শেষ বিচারে দেখা হবে তোদের সাথে

বিচারের ভার থাকবে সেদিন খোদার হাতে।

-

ন্যায় ভ্রষ্ট, প্রহসনে তোমরা আজকে বাদী

সেদিন হবো আমরা বাদী তোমরা বিবাদী।

বিষয়: বিবিধ

৮৯৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281899
০৭ নভেম্বর ২০১৪ রাত ০৩:৩৭
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
281900
০৭ নভেম্বর ২০১৪ রাত ০৩:৪৩
নাছির আলী লিখেছেন : বাস্তবসমত অনেক ভাল লাগল ধন্যবাদ আপনাকে।
281901
০৭ নভেম্বর ২০১৪ রাত ০৩:৫৪
কাহাফ লিখেছেন :
"ন্যায় ভ্রষ্ট,প্রহসনে তোমরা আজকে বাদী,
সে দিন হব আমরা বাদী,তোমরা বিবাদী!"
অনেক অনেক শুভ কামনা নির্যাতিতদের জন্যে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File