ফাঁসি খেলা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৪ নভেম্বর, ২০১৪, ০৩:৫৮:০০ রাত
বাংলাদেশে চলছে এখন
ফাঁসির খেলা
ফাঁসির দড়ি ঝুলতে গলায়
কাটছে বেলা।
-
বিচার নামের অবিচার
আজ চলছে দেশে
জাহেলি যুগে ফিরে
গেল তারা অবশেষে।
-
"জোর যার মুল্লুক তার"
এই নীতিতে
ফাঁসির দড়ি ঝুলছে দিনে;
নয় নিশিতে।
-
গুলাগুলি খুনাখুনি
নিত্য দিনের কাজ
বন্যের কাজ করছে মানুষ
নেই কোন লাজ।
-
সত্য ন্যায়ের রুদ্ধ পথে
উঠছে নাভিশ্বাস
শঙ্কিত আজ দেশটা,
বাড়ছে হা হুতাশ।
-
কবে জানি রাহুমুক্ত হবে
আমার বাংলাদেশ
জুলুম শোষণ নির্যাতনের
থাকবে না আর রেশ।
০৩/১১/২০১৪
বিষয়: বিবিধ
৯২৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"যখনী গভীর হয় রাতের আধার-
সব পথ জুড়ে নামে তমাশা!
তখনী আকাশ এসে সম্ভাবনার-
আলোর বলয় দোলে সহসা!!"
গানের এই কলি গুলো ই তুলে দিলাম.....
যা হোক better late than never
জননেত্রী সঠিক ট্র্যাকেই আছেন । উনাকে ধন্যবাদ যে উনি উনার কথা রাখছেন এবং ঠিকভাবেই , কারণ উনার এই কর্মকান্ডে জামায়াতীদের মাথা এখন খারাপ হয়ে গেছে ।
দেশের সিংহভাগ মানুষ হাসিনার পাশে আছে
মন্তব্য করতে লগইন করুন